প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান




জয়া আহসান




‘আমি প্রেম করছি। তিনি বাংলাদেশের, তবে সিনেমা ইন্ডাস্ট্রির কেউ নন। কিন্তু বিয়ের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’
নিজের প্রেমের সম্পর্ক নিয়ে এভাবেই স্পষ্ট কথা বললেন বাংলাদেশ ও ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 
সম্প্রতি একসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হন জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাদের প্রতীক্ষিত সিনেমা ‘রবিবার’ মুক্তি পেতে যাচ্ছেন ২৭ ডিসেম্বর। সাক্ষাৎকারে সিনেমাটির পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন তারা।
এতে অতীত প্রেম নিয়ে প্রশ্ন করা হলে জয়া আহসান জানান, এক সময় তার একজনের সঙ্গে সম্পর্ক ছিল, যার প্রচুর অদ্ভুত সব উপহার দেওয়ার অভ্যাস ছিল। কখনো বোতলে ভরে সাগরের পানি, আবার কখনো পাখির বাসা থেকে পালক এনে জয়ার হাতে তুলে দিতেন তিনি। যা এই অভিনেত্রীর খুবই ভালো লাগত। তার দেওয়া একটি সেতার জয়া এখনো সযত্নে রেখে দিয়েছেন। তবে তার সঙ্গে এখন আর জয়ার যোগাযোগ নেই বলেও জানান তিনি।
এরপর কথার প্রসঙ্গে জয়াকে জিজ্ঞেস করা হয়, ‘এক তারকা থেকে জানা গেছে আপনি বাংলাদেশের একজনের সঙ্গে প্রেম করছেন এবং আগামী বছর বিয়ে করতে যাচ্ছেন?’

No comments